শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
শ্রীশ্রীহরিসঙ্গীতগান নংঃ ১-১০ - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    শ্রীশ্রীহরিসঙ্গীতগান নংঃ ১-১০


    গান নংঃ ১-১০


    বন্দনা-
    ভজরে আমার মনভজ প্রভু হরিচন্দ্র
    যারে ভজিলে আনন্দ হবেদূরে যাবে নিরানন্দ
    ভজ রামকান্ত যশোমন্তহইয়া একান্ত।।
    যশোমন্ত সুত আমার প্রভু হরিচন্দ্র
    ভজ কৃষ্ণদাসবৈষ্ণবদাসগৌরীদাস স্বরূপচন্দ্র।।
    (জয় জয় বন্দ ও আমার মন)
    ভজ বিশ্বনাথব্রজনাথআরো নাটুচন্দ্র
    ভজ মনোসাধে গুরুচাঁদে হয়ে শুদ্ধশান্ত।।
    ভজ শশীভূষণশ্রীসুধন্যউপেন্দ্রসুরেন্দ্র
    ভজ গোলকচাঁদবদনচাঁদদয়াল মহানন্দ।।
    ভজ হীরামনশ্রীলোচনক্ষেপা-রামচন্দ্র
    ভজ দশরথরাম ভরত মতুয়া গোবিন্দ।।
    ভজ স্বরূপরায়মৃত্যুঞ্জয়গোঁসাই তারকচন্দ্র
    ভজ হরিপালরসিকলালআর মঙ্গলচন্দ্র
    ভজ উমাচরণসূর্যনারায়ণকীর্ত্তনীয়া গোলকচন্দ্র
    ভজ দয়ারামফেলারামআরো কুশইচন্দ্র।।
    ভজ চির কুমারডক্টর শ্রীভগবতীচন্দ্র
    ভজরে প্রেমানন্দে প্রাণের ঠাকুর শ্রীপতিচন্দ্র
    ভজ রামধনরামতনুচূড়ামণিবুদ্ধিমন্ত
    ভজ রামকুমারঅক্ষয় ঠাকুরবসু নবীনচন্দ্র।।
    ভজ রামসুন্দর কোটীশ্বরবালা ঈশ্বরচন্দ্র
    ভজ রামচাঁদনেহালচাঁদসাধু মহেশচন্দ্র।।
    ভজ রাইচরণরামমোহন আরো গোলকচন্দ্র
    ভজ লালচাঁদজয়চাঁদআরো গোলকচন্দ্র।।
    ভজ তপস্বীরামভজরামআরো আড়ঙ্গচন্দ্র।।
    ভজ কমলদার মূলিরামকরুণা আনন্দ
    ভজ করজোড়ে বিনয় করে হরিচাঁদের ভক্তবৃন্দ
    যেই যেই দেশে আছে হরিচাঁদের ভক্তবৃন্দ
    হয়েছে হবেন যতহরিচাঁদের ভক্তবৃন্দ।।
    জয় জগদ্বন্ধু করুণাসিন্ধু যশোমন্ত নন্দন হরি
    কলির শেষেতেকলুষ নাশিতে উদয় সফলানগরী।।
    ভূ-ভার হরণপতিত পাবনভূবন রঞ্জনকারী
    পতিত তারিতেআইলা মহীতেসাঙ্গোপাঙ্গ সঙ্গে করি।।
    ত্রিতাপ হারকদুরিত বারকদুরন্ত কৃতান্তবারী
    দুষ্টের দমনশিষ্টের পালনশরণাগত হিতকারী।।
    রেশম বরণঅঙ্গের কিরণএকান্বরধারী
    আজানুলন্বিতবাহু সুবলিতবাক্য মধুর মাধুরী।।
    সুদীর্ঘ কেশমনোহর বেশদীনহীন বেশধারী
    আকর্ণ-লোচনঅরুণ বরণহেরিয়া ঝুরিয়া মরি।।
    বয়স তরুণদেখিতে নবীনভব-ভয়-ভঞ্জনকারী
    হীরক-উজ্জ্বলদন্ত সুনির্ম্মলখগপতি জিনি নাসা হেরি।।
    ভকত-চকোরসুধাপানে বিভোরহরিচাঁদরূপ নেহারী
    গোলক পুলকহৃদয় আলোকহরিচাঁদরূপ হৃদে ধরি।।
    হীরামন মনকরিলে মোহনরামরূপ ধারণ করি
    সঁপিয়া জীবনত্যজিয়া ভুবনবীর-করুণ-রস-বিহারী।।
    হরি প্রেমসিন্ধুপিয়ে তারকচন্দ্রছলছল নয়ন বারি
    পিয়ে মকরন্দপ্রেমে মহানন্দঘরে ঘরে প্রেম বিতরি।।
    ভকত রঞ্জনবিপদ ভঞ্জন তমঃসন্দ নাশকারী
    দীন হীন অশ্বিনীদিবস রজনীহরিচাঁদ প্রেম ভিখারী।।
    ৩ নং সংগীত
    প্রাণমতি শুকশারী পোহাল শর্বরী, শ্রীহরি মঙ্গল গাও হে
    শ্রীহরি মঙ্গল গাও হেপ্রেমানন্দে মাতিয়া রও হে।।
    হৃদি নিধুবনেশান্তি মায়ের সনে, শ্রীহরিচাঁদকে জাগাও হে
    যুগল মিলন করিযুগল নয়ন ভরি হরিরূপ রসে ডুবে রও হে।।
    নিশি হল ভোর রসনা ভ্রমর, গুণ্ গুণ্ স্বরে গুণ গাওহে
    হরি পদ পঙ্কজেসতত থাক মজে, হরি পদরজে গড়ি দাও হে।।
    হরিরূপ আলোকেমনের পুলকে, নিরানন্দ উলুকে তাড়াও হে
    হইয়া চৈতন্যএ দেহ কর ধন্য, সাধুসঙ্গ বাতাস লাগাও হে।।
    নিশি প্রভাত সময়েপ্রেমানন্দ হৃদয়, পুলকে পূর্ণিত হও হে
    অলস ত্যজিয়াহরিপদে মজিয়া, হরিচাঁদ প্রভাতি গাও হে।।
    হরিপদপল্লবদেবের দুর্ল্লভকায়মনে শরণ লও হে
    শয়নে স্বপনেজাগরণে বদনে নাম মধুপানে মত্ত হও হে।।
    তারক মহানন্দগোঁসাই গোলকচন্দ্র, প্রেমধন যাচে জীব লওহে
    হেন দয়াল ভবেআর কি খুঁজিয়া পাবে, চরণে শরণ লও হে।।
    শ্রীগুরুচাঁদ বলেনিশি প্রভাতকালে, অলসে অবস কেন হও হে।।
    (অলস) অশ্বিনী অধমত্যজিয়া মায়াঘুম বসিয়া হরিগুণ গাঁওহে।।
    ৪ নং সংগীত
    গাওহে প্রভাতি গীতিশ্রীহরি মঙ্গলরে
    শ্রীহরির বামেতে শোভেশান্তি ঠাকুরাণীরে।।
    হৃদি বৃন্দাবন মাঝে হরি রসরাজে জাগাওরে
    আলস্য এ নিদ্রাহরিপদে মন লাগাওরে।।
    রেশম বরণ তনু কোটী ভানু জিনিরে
    পৃষ্ঠে দোলে দীর্ঘ বেণীজিনি কাদম্বিনীরে।।
    আকর্ণ লোচন বাঁকাঅধরে সুধা মাখারে
    মনোহর জোড়াভুরুরামধনু বাকারে।।
    খগচঞ্চু জিনি নাসাপ্রেমামৃত ভাষারে
    আজানুলম্বিত বাহুকামুকের কাম নাশারে।।
    প্রেম কান্তি শান্তিদেবীরভাবকান্তি মাখারে।।
    ভাবুক হৃদিরঞ্জনকিবা ভঙ্গি বাঁকারে।।
    কৃপাঙ্কুর কল্পতরুপ্রেম ফল দাতারে
    অকামনা প্রেম ভক্তিআতরে বিতরে।।
    গোলক পুলক চিত্তহরি প্রেমাশ্রিতরে
    হীরামন মনোহরাভক্তমন পুতরে।।
    শ্রীগুরুচাঁদের বাণীপ্রভাতে জীব জাগরে
    দীন হীন অশ্বিনী দৈন্য (হরি) পদরজ মাঙ্গরে।।
    ৫ নং সংগীত
    জয় হরি শ্রীহরিচাঁদের জয়
    জয় যশোমন্তরামকান্তঅন্নপূর্ণা মাতার জয়;
    জয় শ্রীকৃষ্ণদাসজয় শ্রীবৈষ্ণবদাস গৌরীদাসের জয়
    জয় স্বরূপচন্দ্র বিশ্বনাথব্রজ নাটুর জয় জয়।।
    জয় শ্রীগুরুচাঁদ হৃদয় আকাশে চাঁদহও এসে উদয়
    দিয়া পদারবিন্দ কৃপাসিদ্ধকৃপা কর কৃপাময়।।
    জয় শ্রীগোলকচাঁদ জয় শ্রীবদনচাঁদ রাম ভরতের জয়
    জয় লোচনচন্দ্র শ্রীগোবিন্দ হীরামনের জয় জয়।।
    জয় শ্রীদশরথহরিচাঁদের ভক্তমৃত্যুঞ্জয়ের জয়
    জয় তারকচন্দ্রমহানন্দরামচরণ ক্ষেপার জয় জয়।।
    শ্রীহরি ভক্তগণবন্দি সবার চরণআনন্দ হৃদয়
    এবার দয়া করিদয়াল হরিরেখ মোরে রাঙ্গা পায়।।
    ৬ নং সংগীত
    আনন্দে লওরে মধুর হরিনাম,
    হরিনাম সুধাপানেপ্রেম তুফানে ঢেউ খেলাও মন অবিশ্রাম
    হরিনামের তুল্য দিতেকি আছে অবনীতে, হরি হতে বড় হরিনাম
    ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখেশিব জপেছে অবিরাম।।
    হরির নাম সুধা সিন্ধু পান করলে তার একবিন্দু তাহলে পুরে মনস্কাম
    নামে পুলকে গোলকে যাবিদেখতে পাবি রাধাশ্যাম।।
    ছিল নাম অনর্পীতকলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম
    নামে জগাই মাধাই তরে গেলপ্রান্ত হল মোক্ষধাম
    হরিনাম মহৌষধিপান কর নিরবধি, ভব ব্যাধি হইবে আরাম
    নামে দান করিবে প্রেমানন্দএ দেহ হবে নিধাম।।
    নামেতে মহানন্দমেতেছে তারকচন্দ্র, প্রেমরসে ভাসায় ধরাধাম
    একবার অশ্বিনীর মন হরিবল মধুর নামে হসনা বাম।।
    ৭ নং সংগীত
    প্রেম অনুরাগ ভক্তি বিবেক করলে আশ্রয়
    তোর কামরিপুহবে পরাজয়প্রাণ সপেদে গুরুর পায়
    অনুরাগ সিংহ রবেপালাবে রিপু সবেমহাভাব হবেরে উদয়
    হরিচাঁদের ছবিদেখতে পাবিরূপ দেখে প্রাণ হয় তন্ময়
    বিবেকের সঙ্গ নিলেবাহ্যজ্ঞান যাবে চলেহরিবলে কাঁদবিরে সদায়
    প্রেমে তনু ডগমগদেখবি জগৎ হরিময়।।
    ভক্তি বশ হলে পরেধরতে পারবি অধরেঅনন্ত যার অন্ত নাহি পায়
    ও সে ভক্তি বলে হরি মিলেফলের আশা দুরে যায়।।
    হলে প্রেমের আশ্রিতএ দেহ হবে নিত্যনিত্যরূপ দেখবিরে সদায়
    হবে দেহ জমি ব্রজ ভূমিথাকবিরে যুগল সেবায়।।
    গোলকচাঁদ মহানন্দদিতেছে প্রেমানন্দতারকচাঁদ যোগাল দিচ্ছে তায়
    অশ্বিনী তোর কিসের সন্দগুরুচাঁদ আছে সহায়।।
    ৮ নং সংগীত
    হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়া সুতান
    সত্ত্ব-রজ-তমঃ তিন তারে গাওরে গুণ গান।।
    স্থুলেতে মূল তাল ঠিক রেখেপ্রবর্তে নাম লওরে সূখে;
    সাধরে সাধকে তাকেএই তরে তোর ডাকার বিধান।।
    সিদ্ধে গিয়ে মাতাম দিয়েযাওরে মত্ত মাতাল হয়ে;
    প্রেম সাগরে জোয়ার দিয়েকর হরি নামামৃত পান।।
    অজ্ঞান যাবে স্বজ্ঞান যাবেবাহ্যজ্ঞান সব পড়িয়া রবে
    এই দশা তোর যখন হবেচিদানন্দে উড়িবে নিশান।।
    গোলোকচাঁদ সেই গানে মেতেচাঁদের মালা হৃদয় গেঁথে
    সাজায়ে যশোমন্তের সুতেসার করল হরি পুতুল নাচান।।
    মহানন্দ যে গান শিখেহরিচাঁদের পুতুল দেখে
    দিবা নিশি হৃদয়ে রেখেঘরে ঘরে যাচিয়া বেড়ান।।
    ডেকে বলে তারকচন্দ্রঅশ্বিনী তোর কর্মমন্দ
    কল্পতরু গুরুচন্দ্রসে ছায়ায় তুই নিলি না স্থান।।
    ৯ নং সংগীত
    নমঃ গুরুচন্দ্র নমঃ তমঃ বিমোচন;
    আমার চিত্তগুহার অন্ধকার কর উদগীরণ
    নমঃশূদ্র কুলোদ্ভবতুমি ভবাদি বান্ধব;
    তোমার সৌরভে জগত মাতিলে ঘুচিল রৌরব
    তুমি জ্ঞানদাতাজগতপিতা পতিতে কর পাবন।।
    কোটি চন্দ্র দিবাকরউদিত চরণে তোমার
    দিবানিশি দিচ্ছে ঝলক ঘুচল অন্ধকার
    আমায় দিয়ে আলোককর পুলকভূলোকে গোলকের ধন।।
    ক্ষুদ্র নমঃশূদ্রগণতাদের অজ্ঞান ভঞ্জন;
    দিব্য জ্ঞান করিয়া দান-করিলে ব্রাহ্মণ
    হরি নাম ধর্ম করি বিতরণপাষন্ড করলে দলন।।
    দিয়ে পিতৃধর্মে মনকরলে প্রতিজ্ঞা পূরণ;
    নমঃকূল কলঙ্করাশি করিলে হরণ,
    এবার গার্হস্থ্য প্রশস্ত জগতে করলে অপর্ণ।।
    আমার হৃদয় আকাশেগুরুচাঁদ উদয় হও এসে;
    তোমার রূপমাধুরীনয়ন ভরি দেখব হরিষে
    মূঢ় অশ্বিনী কয়দীন দয়াময়দাও আমারে শ্রীচরণ।।
    ১০ নং সংগীত
    কর নামামৃত পানকর হরি নামামৃত পান
    নামে রুচি হলে নামে করবে প্রেম দান।।
    নামামৃত পান করিলেসুনির্মল প্রেমফলে,
    একেকালে ও আমার মন জুড়াবে পরাণ।।
    যেই নাম সেই হরিভজরে মন নিষ্ঠাকরি,
    নামের সহিত হরিআছেন অধিষ্ঠান।।
    হরিনামের মর্ম জানিপাগল হল শূলপাণি,
    বীণা যন্ত্রে নারদমুনিকরে গুণ গান।।
    পতি মম মহানন্দগতি মম গোলোকচন্দ্র,
    জ্ঞান মম তারকচন্দ্রগুরুচন্দ্র ধ্যান।।
    প্রাণ মন হরিচন্দ্রপদে প্রেম মকরন্দ,
    পান করলি না তার এক বিন্দু অশ্বিনী অজ্ঞান।।

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.