আচার্যদেবের অন্য একটি অসমাপ্ত রচনা
জয় জয় রেশম বরণ হরিচাঁদ
মানব রূপে ভগবান ।
ও যাঁর পতিত তরাতে কেন্দেছে প্রান ।।
অজানা অচেনা যাহার নিশানা
পারেনা করিতে কল্পনা দান ।
তাঁরে ভেবে বল,পাবি কোন ফল
তার চেয়ে বল মানুষই প্রধান ।।
এ জগত পরে,দেশ দেশ ভরে,
যত নারী নরে করিল সন্ধান;
আমি দেখি ভাই,সবে সর্বদাই,
মানুষে সবাই করিছে সন্মান ।।
কিবা ধর্ম,কিবা নীতি, (অসমাপ্ত)
Social Counter
Comments