শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
(সংলাপ), পূর্বতন মহাপুরুষ এবং অবতারগণের প্রতি ব্যবহার - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    (সংলাপ), পূর্বতন মহাপুরুষ এবং অবতারগণের প্রতি ব্যবহার

     



    আজকের সময়ে আমরা যেসব শাস্ত্রকে সনাতনী শাস্ত্র হিসেবে পাচ্ছি বা জেনে আসছি, তার কোনটাই অবিকৃত নাই। যুগে যুগে কালে কালে প্রয়োজনে অপ্রয়োজনে স্বার্থসিদ্ধির খাতিরে সনাতনী সম্প্রদায় কিংবা অসনাতনী সম্প্রদায় এসব শাস্ত্র বিকৃত করেছে। ফলে এসব শাস্ত্র খুঁজে নির্ভেজাল সত্য পাওয়া দুষ্কর। তাই এসব শাস্ত্রের বক্তব্যের উপর ভিত্তি করে ভগবান হোক কিংবা মহাপুরুষ হোক, কারো নিন্দা বা কটু বলা উচিত নয়। এসব শাস্ত্রকে ততটুকুই মান্যতা দিতে হবে যতটা আজকের সময়ের সাথে, সমাজের সাথে মানানসই, বাকীটা এড়িয়ে যাও। ভুল বলার প্রয়োজন কি, না মানলৈই হল। আরেকজনকে তুমি বোঝাও এই যে, আমার মত এটি, এটি সমাজের সাথে, সময়ের সাথে, মানুষের প্রয়োজনের সাথে ব্যক্তিস্বার্থের উর্ধে, সুতরাং ইহা গ্রহণ করা যায়। তাই বলে তার বিশ্বাসকে আঘাত করার জন্য তাদের মান্য ভগবান বা মহাপুরুষের নামে নিন্দা করা উচিত নয়। কারণ আমরা যেসব নিয়ে এত নিন্দা স্তুতি করছি, আদৌ ঐসকল মহাপুরুষের এসব গুণাবলী ছিল কিনা, তা জানি না। স্বীকৃত বিকৃত তথ্যের উপর ভিত্তি করে, কাউকে মন্দ বলা উচিত নয়।

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.