শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
(সংলাপ), জিজ্ঞাসা-১ - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    (সংলাপ), জিজ্ঞাসা-১

     

    অষ্টাবিংশ মন্বন্তর ও হরি অবতার
    শ্রীশ্রীহরিলীলামৃতের বর্ণনায় ফুটে উঠেছে,
    ''বহুত দ্বাপর কলি আসে আর যায়।
    স্বয়ং এর অবতার তাতে নাহি হয়।।
    অষ্টাবিংশ মন্বন্তর শেষ যেই কলি।
    অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি।।''

    এখানে স্পষ্ট যে, "সত্য-ত্রেতা-দ্বাপর-কলি" এই চার যুগের চক্র বহুবার গেলেও স্বয়ং হরি অবতার হন না, তিনি কখন স্বয়ং অবতার হন এই চক্র যখন অষ্টাবিংশ মন্বন্তরের চক্র হয় এবং অষ্টাবিংশ মন্বন্তরের কলি যুগে স্বয়ং হরি অবতীর্ণ হন।
    আবার শ্রীশ্রীহরিলীলামৃতের অন্যত্র এই বিষয়ে বলা হয়েছে, 
    ''অষ্টাবিংশ মন্বন্তরে পুষ্পবন্ত কলি।
    কাঁচা মধুপূর্ণ অফুটন্ত পুষ্প কলি।।
    শ্রী হরি ভাস্কর জ্যোতি তাতে ভাতি দিল।
    পুষ্পবন্ত কলি 'ফুল্ল' জগৎ মাতিল।।''

    এখানেও অষ্টাবিংশ মন্বন্তরে শ্রী হরি অবতারের কথা বলা হয়েছে।
    কিন্তু সনাতনী কালের হিসাবে এখন চলছে সপ্ত মন্বন্তর (মতান্তরে দিন রাতের হিসাবে চতুর্দশ মন্বন্তর)। তাহলে হরিচাঁদ অবতার প্রসঙ্গে অষ্টাবিংশ মন্বন্তর কথাটি কি প্রযোজ্য। এই হরি কি সেই অষ্টাবিংশ মন্বন্তরের হরি।
    মতুয়া বোদ্ধাদের নিকট আমার প্রার্থনা, এই অষ্টাবিংশ মন্বন্তরের সঠিক ব্যাখ্যা তুলে ধরে মনের বিবাদ ভঞ্জন করবেন।
    হরিবোল হরিবোল হরিবোল হরিবোল

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.