শ্রীপাট জয়পুর, নড়াইল
শ্রীশ্রীহরিলীলামৃতের লেখক শ্রীমৎ তারক চন্দ্র সরকার এর জন্মস্থান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুরে।
এখানে প্রতিবছর তারক গোঁসাইয়ের জন্মদিনে এবং মৃত্যুদিনে মতুয়া মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
No comments:
Post a Comment