শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
(সংলাপ), কর্মবন্ধন - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    (সংলাপ), কর্মবন্ধন

     


    কর্মবন্ধন কিরুপঃ
     
    ধরুণ, আপনি কোন ভিক্ষারীকে ভিক্ষা দিবেন। ভিক্ষা দেওয়ার সময় ভাবলেন,
    ১~ আপনার অনেক আছে, আমি ভিক্ষা দিতেই পারি। এতে আমার কমবে না। ----- এতে অহংকার সৃষ্টি হল আর আপনার এক ধরণের কর্মবন্ধন তৈরি হল। 
    ২~ আমি ভিক্ষা দিলে আমার পুণ্য হবে, পরকালে আমার সুখ আসবে। ------ আপনার মধ্যে লোভের সৃষ্টি হল এবং কর্মবন্ধন তৈরি হল। 
    ৩~ ভিক্ষারীটি কাজ করতে অক্ষম, কষ্ট পাচ্ছে, ঈশ্বর আমাকে দিয়ে তার কিছু কষ্ট লাঘব করছেন। ---- আপনি মুক্ত হলেন, নিষ্কাম কর্ম উৎপন্ন হল।
    ৪~ দুর্বলকে, অক্ষমকে সাধ্যমত সাহায্য করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। ----- এতে আপনার মধ্যে দয়ার বীজ রোপিত হল এবং মানবীয় কাজ হল। ---- এতে আপনার না হল কর্মবন্ধন, না হল দায়বদ্ধতা।

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.