শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
নমঃশূদ্র ব্রাহ্মনের সন্তান - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    নমঃশূদ্র ব্রাহ্মনের সন্তান




    র্ণভেদের মর্মবাণী শোনো বলি তথ্য তার
    সাহা-কুণ্ডু-ব্রাহ্মণ-মুচি কোন্‌ বর্ণে জন্ম কাহার।

    ‘বৃ’-ধাতু হইতে সৃষ্টি বর্ণ কথাটিরে ভাই
    ‘বৃ’ অর্থ বরণ করা শোনো তোমাদের জানাই
    যে কর্ম যে বরণ করে
    সেজনই সে বর্ণ ধরে
    শুদ্রও ব্রাহ্মণ হতে পারে
    শাস্ত্রে পাই তা দেখিবার।।

    “চাতুরবর্ণং ময়াসৃষ্টং গুণকর্ম বিভাগশঃ”
    গীতার পাতায় লেখা আছে খুলে একবার পড়ে এসো
    তোমরা গীতার পাতা নাহি পড়ে
    পিতার পরিচয়টি ধরে
    রকের দাবি শক্ত করে
    কেউ ধারো না কারো ধার।।

    কর্মগুণে বর্ণ পাল্টায় শাস্ত্রের পাতায় দেখতে পাই
    ক্ষত্রিয় সে বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছিলো তাই
    শূদ্র নাকি ছিলো শুনি
    কক্ষিবত্‌ আর ঔলষমুনি
    হলো তারা হয়ে গুণী
    ব্রাহ্মণ বর্ণে একাকার।।

    তবে শুদ্র গুণী হলেও কেনো বৈশ্যতে ঘৃণা করে
    দিগ্বিজয়ী পণ্ডিত হলেও ব্রাহ্মণে নেয় না ঘরে
    বর্ণ-জাতি এক করেছে
    ওই বেদখানা কে লিখেছে
    নকুল বলে আশা আছে
    জাতিভেদ জানিবার।।

    নকুল কুমার বিশ্বাস

    No comments:

    Post a Comment

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.