শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
প্রণাম। স্তাবকঃ- শ্রীহরিবর সরকার। - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    প্রণাম। স্তাবকঃ- শ্রীহরিবর সরকার।

     


    প্রণাম।
    স্তাবকঃ- শ্রীহরিবর সরকার।

    1-
    নমঃ শ্রীহরিশ্চন্দ্রায় প্রাক্-ক্ষীরোদাব্ধিবাসিনে
    যৎ কৃপা কলাংশদাতুর্মজ্জীব সমর্পয়িতুম।।

    2- 
    অশিবনাশকঃ প্রভু গুরুশ্চন্দ্র মূর্ত্তিধরঃ।
    হরিহরাবাত্মনৌ তৌ জয়তঃ হরিগুরুশ্চন্দৌ।।
    শং মঙ্গলং করোতীতি ত্বাং শঙ্করনামধরম্।
    অজ্ঞানোদ গীরণং গুরুং গুরুশ্চন্দ্রং নম্যাম্যহম।।

    3- 
    অহং বন্দে মহামন্দং প্রেমানন্দ-প্রদায়কং।
    কলৌ কলুষত্রাতারাং-নিত্যানন্দাবতারকম।।

    4- 
    বন্দে শ্রীতারকচন্দ্রং ধরন্যাং তারকং খ্যাতম্।
    জীবোদ্ধারপরায়ণং হরিকীর্ত্তন তৎ পরম।।

    5- 
    প্রথমে কৈলাশ নাথং দ্বিতীয়ে মহারুদ্রকম।
    তৃতীয়ে পাবনং কপিং হনুমন্তং শ্রীরামপ্রিয়ম্।।
    চতুর্থে তুলসীদাসং পঞ্চমে গুপ্ত মুরারিম্।
    ষষ্ঠে চ হীরামোহনম্ হীনান্তং শ্রীরামস্থিতম্।।
    আদি হী অন্তে ন মধ্যে ধ্যাত্বা রামং দুর্ব্বাদলম।
    নমাম্যাহং পদাম্বুজং শ্রীহরিং ভক্তিদায়কম্।।

    6- 
    বন্দে শ্রীগোলকনাথং জগদ্বন্দ্যং মহাপ্রভুম্।
    প্রেমোন্মদং মহোদ ভ্রান্তং মহাভাবাস্রিতং সদা।।

    --- --- --- --- শ্রীহরিবর সরকার

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.