শ্রীশ্রীহরিগুরুচাঁদ গুনগীতি-আচার্যমহানন্দ হালদার রচিত :- তাল-মনোহর্ষ্যাই:-
হরিবল হরিবল হরি হরি বল রে;
হরি হরি বল রে মন ,শান্তি ধামে চল রে।।
১।মহামন্ত্র এই হরিনাম,ভব পারের সম্বল রে।
নিয়ে নামের তরী,বল হরি,ভব পারে চল রে।।
২।ভবব্যাধি নিরবধি করিল দূর্বল রে।
মহৌষধি এই হরিনাম,দূর্বলের বল রে।।
৩।কামিনী কাঞ্চন মোহে,ভব ক্ষুধা বাড়ে রে।
হরিনাম সুধা পানে,ভব ক্ষুধা সারে রে।।
৪।হৃদিক্ষেত্রে নাম বীজে,নয়নের জল ঢালো রে।
গুরুকৃপা গুনে বীজে,ফলিবে ফসল রে।।
৫।শ্রীগোপালচাঁদের বানী অসার সকল রে।
সারাৎসার হরি আমার,মহানন্দ তাঁর নাম বলরে।।
Social Counter
Comments