শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
শ্রীশ্রীহরিগুরুচাঁদ গুনগীতি-আচার্যমহানন্দ হালদার রচিত :- তাল-মনোহর্ষ্যাই:- - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    শ্রীশ্রীহরিগুরুচাঁদ গুনগীতি-আচার্যমহানন্দ হালদার রচিত :- তাল-মনোহর্ষ্যাই:-

    শ্রীশ্রীহরিগুরুচাঁদ গুনগীতি-আচার্যমহানন্দ হালদার রচিত :- তাল-মনোহর্ষ্যাই:-

    হরিবল হরিবল হরি হরি বল রে;
    হরি হরি বল রে মন ,শান্তি ধামে চল রে।।
    ১।মহামন্ত্র এই হরিনাম,ভব পারের সম্বল রে।
    নিয়ে নামের তরী,বল হরি,ভব পারে চল রে।।
    ২।ভবব্যাধি নিরবধি করিল দূর্বল রে।
    মহৌষধি এই হরিনাম,দূর্বলের বল রে।।
    ৩।কামিনী কাঞ্চন মোহে,ভব ক্ষুধা বাড়ে রে।
    হরিনাম সুধা পানে,ভব ক্ষুধা সারে রে।।
    ৪।হৃদিক্ষেত্রে নাম বীজে,নয়নের জল ঢালো রে।
    গুরুকৃপা গুনে বীজে,ফলিবে ফসল রে।।
    ৫।শ্রীগোপালচাঁদের বানী অসার সকল রে।
    সারাৎসার হরি আমার,মহানন্দ তাঁর নাম বলরে।।

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.