শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
শ্রীশ্রীগুরুচাঁদ বন্দনা। (শ্রীহরিবর সরকার বিরচিত) - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    শ্রীশ্রীগুরুচাঁদ বন্দনা। (শ্রীহরিবর সরকার বিরচিত)

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন..

     


    শ্রীশ্রীগুরুচাঁদ বন্দনা।

    (শ্রীহরিবর সরকার বিরচিত)

    কণক বরণঅঙ্গের কিরণতুমি হে জগতগুরু।

    অজানুলম্বিত, বাহু সুবলিত, অকণ্ট মৃণাল চারু।।

    পঙ্কজ লোচন, পাতক মোচন, মধুর বচন মুখে।
    অমল কমল, শ্রীমুখ মণ্ডল, চন্দ্রভাতি ভাসে নখে।।
    সর্ব্ব লোক বন্দ্য, পরম আনন্দ, হে! সচ্চিদানন্দ প্রভু।
    ক্ষীরোদাদ্ধিশায়ী, তব দেহে স্থায়ী, নমামি জগৎ বিভু।।
    অস্পৃশ্য নগণ্য, দ্বিজাধিক মান্য, নাথ তবানুকম্পায়।
    চরিত্র পবিত্র, ত্যজিয়া পবিত্র, বিপ্র ক্ষিপ্র তব পায়।।
    ডোর কপ্নি বাস, ত্যজে বহির্ব্বাস, বাহ্য সাধুসাজ ফেলে।
    ত্যজে একাদশী, গার্হস্থ্য সন্ন্যাসী, বিক্রীত শ্রীপদ মূলে।।
    মৃণজ তিলকে, মায়া প্রহেলিকে, পুলকে ত্যজিল সব।
    অর্দ্ধাঙ্গ কলত্র, মাতৃবৎ মাত্র, নামানন্দে মহোৎসব।।
    নানা জাতি বর্ণ, একাত্ম একান্ন, শিশুভাব বসুধায়।
    যবন ব্রাহ্মণে, মিশে এক প্রাণে, এক তানে গীত গায়।।
    গণ্ডী রেখা মাঝে, জগদ্বন্ধু রাজে, নাহি হয় জাতি পাত।
    গন্দী সসাগর, মিলে নারী নর, একত্রে খেতেছে ভাত।।
    শ্রীহরি অঙ্গজ, শ্রীপদ পঙ্কজ, ভকত মধুপ চক্র।
    মকরন্দ পানে, বীর ভক্তগণে, তাড়িয়েছে কাম নক্র।।
    করূণা নিধান, করুণ বিধান, দুষ্কৃতি করুণ নাশ।
    গললগ্নি বাসে, শ্রীচরণ পাশে, ভাসে হরিবর দাস।


    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.