শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
শ্রীশ্রীহরিচাঁদ বন্দনা। (শ্রীহরিবর সরকার বিরচিত) - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    শ্রীশ্রীহরিচাঁদ বন্দনা। (শ্রীহরিবর সরকার বিরচিত)

     


    শ্রীশ্রীহরিচাঁদ বন্দনা।
    (শ্রীহরিবর সরকার বিরচিত)

    জয় হরিশ্চন্দ্রশ্রীআনন্দ কন্দকৃপা কর্ত্তা কৃপাময়।
    ভকত চকোরে, শ্রীপদ নখরে, মকরন্দ পানে ধায়।।
    পতিত পাবন, অধম তারণ, কালীয়-দমনকারী।
    রেশম বরণ, কুসুম ভুষণ, দীন শোক-তাপহারী।।
    বাসুদেবেশ্বর, লীলা চক্রধর, মৃত প্রাণদাতা হরি।
    কস্তুরী ভুষণ, রাখাল রাজন, তুমি গোরক্ষ মুরারী।।
    ওহে জগদ্বন্ধু, দেব দীনবন্ধু, তংহি দেব ধন্বন্তরী।
    অগতির গতি, গোলকের পতি, তুমি বৈদ্যরাজ হরি।।
    সর্ব্ববিশ্ব গুরু, বাঞ্ছাকল্পতরু, হরি অন্ধের নয়ন।
    নয়নাভিরাম, দয়াল শ্রীরাম, তুমি অনাথশরণ।।
    শ্রীনক্রবাহন, মহাউদ্ধারণ, কমলাক্ষ লক্ষ্মীপতি।
    শ্রীমনোমোহন, ভকত জীবন, শ্রীপাদ শ্রীধনপতি।।
    প্রভু দর্পহারী, মুকুন্দ মুরারী, তুমি প্রভু কৃষ্ণধন।
    দেব চক্রধারী, সুন্দর শ্রীহরি, হে বিপদ উদ্ধারণ।।
    দেব প্রজাপতি, শান্তিপ্রিয়া পতি, শ্রীবিরাট বিশ্বন্তর।
    মৃতের জীবন, শ্রীমধুসুদন, সর্ব্বভূক বৈশ্বানর।।
    বাক্যসিদ্ধ হরি, দেব নরহরি, ওহে ক্ষেপাশিরোমণি।
    নিষ্কাম মদন, পাষণ্ডদলন, তুমি শ্রীঠাকুরমণি।।
    ওহে ভবনাথ, তুমি ক্ষেত্রনাথ, তংহি গোলক ঈশ্বর।
    বিমানবিহারী, অনাদি শ্রীহরি, তুমি প্রভু রঙ্গেশ্বর।।
    হে ব্রাহ্মণ্যেদেব, অনাথ বান্ধব, দয়াময় চিদানন্দ।
    তীর্থ রাজেশ্বরসর্ব্বদেবেশ্বরমহানন্দ পূর্ণানন্দ।।
    ভুবনমোহন, তিমিরনাশন, মহেশ্বর হরিশ্চন্দ্র।
    কৃষ্ণ কৃষকেশ, বিভু ঋষিকেশ, তুমি হে পরমানন্দ।।
    সর্ব্ব জাতীশ্বর, শ্রীতারকেশ্বর, তুমি বিধাতার বিধি।
    হে রূদ্রমোহন, শঙ্কানিবারণ, তুমি শ্রীহরি অনাদি।।
    মহারাসেশ্বর, দেব গদাধর, তুমি হে কুষ্ঠমোক্ষণ।
    তংহি পূর্ণ-পুরী, অন্তর্য্যামী হরি, নিত্য সত্যসনাতন।।
    জীবনবল্লভ, শ্রীপদ পল্লব, দেহি জ্ঞানদাতা হরি।
    শ্রীহরি অনন্ত, শান্তিপ্রিয়া কান্ত, গুরুচাদঁ রূপধারী।।
    ব্যথার ব্যাথিত, তংহি বেদাতীত, ওহে রসিকশেখর।
    হে জগৎপতি, শান্তিপ্রিয়াপতি, পূর্ণশশী কলাধর।।
    ক্ষীরোদাদ্ধিশায়ী, হলাহল পায়ী, তুমি ভক্তাধীন হরি।
    তংহি ইচ্ছাময়, তংহি সর্ব্বজয়, নরসিংহ রূপধারী।।
    শ্বেতার্ণব শায়ী, ভূমি পরে স্থায়ী, ব্রজনাথ লীলাময়।
    ত্রিলোক পালক, অনন্ত গোলক, এক রোমকূপে রয়।।
    করূণা নিধান, করুণ বিধান, রক্তিম জলদকায়।
    প্রাণ হরিধন, সহজ রতন, হরিবরে রেখ পায়।।


    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.