পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিশ্চন্দ্র স্ত্রোত্রম্।
স্তাবকঃ- গোস্বামী শ্রীমান্মৃত্যুঞ্জয় বিশ্বাসঃ।
ওঁ নমঃ শ্রীশ্রীহরিশ্চন্দ্রায় নমঃ।
সফলানগরীজাতঃ
মৎস্যদেশোদয়ঃ কিম্ভুতানাং জীবানাং
রোগশোকোপকারায় কলৌ যশোমন্তাঙ্গজঃ, অন্নপূর্ণাদেবী জঠরস্থিতঃ নাবা শ্রীহরিমূর্ত্তিঃ।
আদৌ কলৌ অবতীর্ণঃ আদ্যে ব্রজমোহনং মিশ্রিতশক্তিঃ।
গুরুশ্রীরামকান্ত বৈরাগীদীক্ষিতঃ ওড়াকান্দ্যুজ্জ্বলঃ রাগাত্মিকভাবযুতঃ।
পারিষদ- রামচৌধুরীং প্রথমকৃপালুর্বিশ্বনাথমোহান্তং মুদা নাবা অবতীর্ণঃ।
ত্রিজগতি স্বরূপস্য নহি তুল্যম্।
দুগ্ধহিঙ্গুলমিশরেশমবর্ণঃ কামমূর্ত্তিবিন্দিতঃ বপুর-ক্রোধিতঃ সদানন্দচিত্তো
মৃণালজিতকনকদ্বিভুজঃ বিংশতিমুদ্রাঙ্গুলীঃ স্থলপদ্মজিতকরপদ্মঃ উর্দ্ধরেখা।
বিভূষিতঃ সুগভীরনাভঃ বক্ষঃ চন্দ্রভিটং আস্যম্ কোটি-বিধুবরং,
অধরং প্রবালং, দন্তপাতিদ্বয়ং হীরকোজ্জ্বলম্।
ওষ্ঠমলক্তগোলাপমিশ্রিতম্।
গরুড়চঞ্চুজিত নস!
অক্ষি-যুগ্মং রক্তকমলং শ্রুনিঃশৈলগহভরং, শশিভানুনিকেতনং ভালং চৌরসখচিতম্।
সুভ্রগুরুবিরাজিতমাকর্ণনেত্রম্ তব দৃশ্যতে। নবীনবয়সোহতিতরুণ একাম্বরধারণঃ
সুদীর্ঘ কবরী পার্শ্বং কাদম্বিনীজিতং দীনভাবঃ নখচন্দ্রে বিংশতি চন্দ্রো যঃ দৃশ্যতে।
দিগিন্দ্রমর্দ্দন শতদলশোভিত- পাদপদ্মঃ দ্বাত্রিংশ-চিহ্ন-চিহ্নিত-মনোহর-কলেবরঃ-
স্ত্রোত্র পাঠকস্য মনসিজ পুরকো জগতমনমোহিতঃ ধ্যাতৈবং ভক্তিভাবনং যশঃপ্রদায়কং
জগদ্বন্ধুবুদ্ধি- স্বরূপং প্রিয়গৃহিনীং শান্তিপ্রিয়া-ঠাকুরাণী-বুদ্ধিস্বরূপং ঋক্ষলোচনং
পুত্রিণং দাসানুপাত্রং হীরামোন-প্রাণ-মোহনং রামরূপধারণং চক্রীচক্রদাস
গোলকভাবিতং কৃতান্তঘটতারককাণ্ডারং কলুষতারকং ত্বাং প্রতি স্ত্রোত্রং পাঠমনু
ভক্তিঃ স্যাৎ প্রেমলক্ষ্মণানি ধর্ম্মার্থকামমোক্ষাণি সুদুর্লভানি প্রেমভক্তিসমন্বিতানি ফলানি লভ্যতে।
লক্ষ্মীঃ তস্য বাসগৃহে কৃষ্ণবিজালিকাং প্রশুদ্ধতি। এবং (ত্রিং দ্রীং) কমলাস্তোত্রং স্মরণে সর্ব্বভাব্যং সুফলং
শ্রীমান্মৃত্যুঞ্জয় দাস বিরচিতং স্ত্রোত্রং সমাপ্তম্।
Social Counter
Comments