বাজাও ডাংকা উড়াও নিশান
শরীর জুড়ে ঘুন পোকা
অহরাত্র জীর্ণ করছে হাড়মাস
পঞ্চ ইন্দ্রিয় অসাড়
তাই রূপ রস গন্ধ বিবেচনা যুক্তিহীন।
এমন ঘোরের ঘরেই চোর ঢোকে বারবার
সিঁধেল ছিচকে নানা বেশে
লুটে নেয় পিতৃধন
সঞ্চিত পুঁজি
লুটে নেয় আত্তপরিচয়।
তারপর...
গায়ে ছেড়া কাঁথা
কাঁধে ভাঙ্গা ঢোল
পারের কান্ডারী খুঁজে এ ঘাট ওঘাট
অবিন্যস্ত দিশাহীন
মুখে হরিবোল!!
এমন বেভুল হলেই ভুলে ধরে
ভুলে যায় জাতির ইতিহাস
রীতি নীতি বিবেচনা আচারবিচার
সব পণ্ডশ্রম হয়
লুপ্ত হয় আত্তপরম্পরা
তারপর...
ছিন্নমূল উদবাস্তুর মত
দণ্ডকারণ্য মানা ক্যাম্প নতুবা আসাম
অথবা মরিচঝাঁপি চোখে নোনা জল
পরিতাপ পরাজিতের শেষ পরিণাম।
তার চেয়ে ডাংকা ধরো
শঙ্কা দূর করো
ওড়াও ভুবন জয়ী মতুয়া নিশান
বা’পায়ের পদাঘাতে হটাও জঞ্জাল
বেদ বিধি শৌচাচার বাঁধার পাষাণ।
তারপর......
আবিষ্কৃত ধ্বংসাবশেষ থেকে
খুঁজে নাও নিজের ইতিহাস
বিস্মৃতির শিকড় ধরে আপনারে চেন
জাগাও প্রজ্ঞার বাণী অম্লান আভাস।
Social Counter
Comments