শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাদঁ নামষ্টকম্। - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাদঁ নামষ্টকম্।

     

     

    পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাদঁ নামষ্টকম্।
    স্তাবকঃ- কবিরসরাজঃকবি চূড়ামণিঃসুকবি উপাধি বিশিষ্টঃ শ্রীমত্তারকচন্দ্র রায়ঃ সরকারঃ।
    1-
    শ্রীহরিশ্চন্দ্রং গোলকচন্দ্রমুদিত চন্দ্রং নরকুলং
    ভব--তিমিরং বিনাশকারং ভবাব্ধিসারং গতিস্থুল।
    নাহং জানামি নাহং ভজামি হই ব্রজামি মতিভ্রমঃ
    ত্বমেক স্বয়ং কুরু কৃপা মাং হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    2- 
    অতুলাশ্চর্য্যং রূপং সৌন্দর্য্যং সহস্রসূর্য্যংপূজ্যবরং
    যং হৃদাসনং তং প্রকাশনং শুক্লমলিন বাসধারং।
    গোলকদাসং হৃদয়বাসং সুদীর্ঘ কেশং শিরঃশ্যামং
    কাশীকান্ত-স্বীকৃতঋণায় হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    3- 
    হে লোহিতাক্ষ দেহি জ্ঞানাক্ষং রামধনাক্ষ দান বিভো
    হীরামোহন-মনোমোহন রিপুমোহন-রূপ প্রভো।
    দূরীকুরু পুনরপি জগতি জন্মজাত পরিশ্রমং
    শমন ভয়ে দেহি অভয়ং হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    4- 
    ক্রীড়াবিয়ন্তঃ শ্রীশান্তিকান্তঃ শ্রীযশোমন্তসুতত্ত্বং
    করুমামুচ্চ কুপথাচ্চ দশরথস্যচ রানোদক।
    ওড়াকান্দিতঃ বসতিস্থিতঃ ভক্তাশ্রমং তে সমাগমঃ
    ভক্তিহীনোহহমতিদীনোহহং হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    5- 
    বুদ্ধিরূপেন সর্ব্বভূতেষূ বিরাজমানোবৈ মস্তিকে
    বুদ্ধাবতংশী উৎকলবাসী অবতীর্ণোহসি জীবহিতে।
    ভক্তানুভবো নরাকার এব নরশ্চৈব নরোত্তমঃ
    জগজ্জায়ায় যশোপ্রদায় হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    6- 
    অহং দুরাচারোহঘাপচারং শিরোবৃধৃতো জন্মাবধিম্
    নহি সুকৃতং কর্ম্মানুকৃতং জন্ম মে গতং নিরর্থকম্।
    চরমেসার নমদুদ্ধার যমভয়-হর প্রশম।
    মদ্ভবদায়ং তৎপদাশয়ং হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    7- 
    বিষয়মুদ্রা মোহিতনিদ্রঃ জাগরিতো দ্রাগ নহি নহি
    অহোরহো মাং কামো দহতি পরিত্রাহি মাং ত্রাহি ত্রাহি।
    হরমে পাপং হরত্রিতাপং হর রিপুং মূঢ়তমঃ
    দেহি মে ত্বং তচ্চণাভয়ং হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    8- 
    রামরূপজঃ শ্রীনন্দাত্মজঃ ব্রজতি ব্রজং ত্বংহি স্বয়ং 
    যশ্চৈতন্য এব ততোহত্রাগতঃ দ্রষ্টব্যেহতঃ স্বরূপোহয়ং।
    চিরচিন্তাস্য দ্বারাঃ কাঃ কস্য কিংবা পুত্রস্য গৃহাশ্রমঃ
    গতাগতিষু দিনো গতশ্চ হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।

    ফলম্
    যদুক্তং স্ত্রোত্রং মমৈতস্মাদ্-বক্ত্রান্মিদমপি নামাষ্টকং
    ভক্তির্ভবতি যত্র পঠতি পবিত্রীকরোতি জাতকং
    তপনসুতসদা-পূজিতো যদ্যুদিতো রবিং সসোমঃ
    যচ্ছক্তিময়ং সর্ব্বসারোহয়ং হরিশ্চন্দ্রায় নমো নমঃ।।
    শ্রীহরিশ্চন্দ্রায় সর্ব্বভূতায়, আত্মরূপায় ভাগবতে নমো নমঃ।।
    দীনতারকশ্চন্দ্রেন বিরচিতং স্ত্রোত্রং সমাপ্তম্।


    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.