শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.
মতুয়াদর্শ জাতপাতের উর্ধ্বে,মানবতাই যখন শেষ কথা - মতুয়ার বার্তা

শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.

  • Breaking News

    হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা

    ➤ ১. সদা সত্য কথা বলবে। ➤ ২. পিতা-মাতাকে দেবজ্ঞানে ভক্তি করবে।➤ ৩. নারীকে মাতৃজ্ঞান করবে। ➤ ৪. জগতকে ভালোবাসবে।➤ ৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে। ➤ ৬. জাতিভেদ করবে না। ➤ ৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে। ➤ ৮. প্রত্যহ প্রার্থনা করবে। ➤ ৯. ঈশ্বরে আত্মদান করবে। ➤ ১০. বহিরঙ্গে সাধু সাজবে না। ➤ ১১. ষড়রিপু বশে রাখবে। ➤ ১২. হাতে কাম ও মুখে নাম করবে।

    মতুয়াদর্শ জাতপাতের উর্ধ্বে,মানবতাই যখন শেষ কথা

    জয় শান্তি-হরি
    মতুয়াদর্শ জাতপাতের উর্ধ্বে,মানবতাই যখন শেষ কথা



    একদা ঠাকুরের পরম ভক্ত হীরামন পাগলের উপর অভিযোগ ওঠে,হীরামন বিভিন্ন জাতির ভাত খায়৷এই কথা ঠাকুরের কাছে নালিশ যায়,ঠাকুর হীরামনের কাছে এই কথা জানতে চাইলে,হীরামন পাগল স্বীকার করে৷ঠিক সেই সময় হীরামন গলায় অাঙুল দিয়ে বমি করে দেয় এবং ঠাকুরকে হীরামন বলে যারা নালিশ করেছে তারা এসে ভাত পৃথক করে দিক,কোন জাতের ভাত কোনটা ৷
    শেষ পর্যন্ত যারা নালিশ করেছিল,তাঁরা অার উপায়ন্তর না পেয়ে,তাদের ভুল বুঝতে পারলেন এবং শ্রীহরির নিকট অাত্ম সমর্পণ করলেন৷এসব অাচার যদি খারাপ হোত,তাহলে ঠাকুর হীরামন ও অন্য সকলের বিচার বা নিষেধ করতেন৷এতেই প্রমাণিত হয় শ্রীহরির মতুয়া ধর্মাদর্শে কোন জাতের বিচার নেই৷মানুষের প্রতি নিষ্ঠা রাখতে হবে এই হল মূল কথা ৷
    তাই প্রফুল্ল গোঁসাই তাঁর গানের মধ্যে লিখেছেন----
    "মানুষের মুখের কথা শোনরে মানুষ ভাই ৷
    সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই৷৷''
    শ্রীহরি ঠাকুরের বাণী----
    " জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ৷
    ✔ ইহা ছাড়া অার যত সব ক্রিয়া ভ্রষ্টা ৷৷"
    অর্থাৎ পরম দয়াল পূর্ণব্রহ্ম হরিচাঁদ সমগ্র মানব সমাজের প্রতি নিষ্ঠার কথা,মানব প্রেমের কথা বলেছেন৷ জাতা জাতির ভেদাভেদ করতে বলেননি৷তাই মতুয়া প্রেম নগরে মানবপ্রেম দেখা গিয়েছিল-----
    শ্রীধাম ওড়াকান্দিতে------
    'সেথায় যায় ছত্রিশ জাতে,প্রসাদ খাচ্ছে এক পাতে৷'
    তাই অামরা শ্রীশ্রীগুরুচাঁদ চরিতের মধ্যে দেখতে পাই---রহিম দাই,নবীন বসু,অক্ষয় চক্রবর্তী,হরি পাল,রাধানাথ চক্রবর্তী,জগদীশ ঠাকুর,তিনকড়ি মিঞা প্রমুখগণ হরিপদে অাত্ম সমর্পণ করেছেন এবং মতুয়াদের সঙ্গে মিশে নামে-প্রেমে মাতোয়ারা হয়েছিলেন৷
    জয় হরিবোল ৷জয় মতুয়া,জয় মানবতাবাদের জয়৷

    1 comment:

    শ্রীশ্রীহরিলীলামৃত

    শ্রীশ্রীহরি-গুরুচাঁদ চরিত্র সুধা

    শ্রীশ্রীহরিসঙ্গীত গান

    শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুুরে আদর্শ তথা মতুয়া দর্শনের মাধ্যমে জীবন গড়ে তুলুন। হরিনাম করুন.