সোনার মানুষ গোপাল সাধু গ্রন্থ থেকে(আচার্য মহানন্দ হালদার বিরচিত)
:অথ শ্রীহরি ঠাকুরের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা:
দেহকে আশ্রয় করি নামে অবতার।
উদ্দেশ্য সাধন করি কার্য্য শেষ তাঁর।।
দেহ ছাড়ি'চলে গেলে অবতার শেষ।
তাঁর বানী তাঁর কথা নিয়ে চলে দেশ।।
যথাযথ তাঁর বানী যে করে পালন।
ভক্ত শ্রেষ্ঠ বলি ব্যাখ্যা তিনি মহাজন।।
যে ভাব যে কান্তি নিয়ে আসে অবতার।
দেহ শেষ হ'লে তাহা নাহি থাকে আর।।
কৃষ্ণ বল,বুদ্ধ বল ,যীশু, মহম্মদ।
ভাব, কান্তি শেষ ছেড়ে দেহ পরিচ্ছদ।।
এতকাল এই ভাব চলেছে ধরায়।
অবতার চলে গেলে ভাব কান্তি যায়।।
হরিচাঁদ অবতারে দেখি ভিন্ন ভাব।
দেহ যায় তবু রয় অবতারী ভাব।।
দেহ রক্ষা পূর্বভাগে শ্রীহরি ঠাকুর।
অপূর্ব ভাবের কথা কহিলা মধুর।।
"হরি বিনা কিবা হবে"ভাবিয়া আকুল।
হরিকে জিজ্ঞাসে বার্তা যত ভক্ত কূল।।
পরাণ-হরনহরি,কহ সমাচার।
তুমি বিনে কিবা গতি হবে সবাকার।।
মরম বেদনা বল কহি কার কাছে।
তুমি বিনা তাপিতেরে জুড়াতে কে আছে?
সংসার অনলে যবে দহিবে পরাণ।
কেবা দিবে শান্তি বারি করিতে নির্বাণ।।
সংশয় আশঙ্কা ভরা মানব জীবন।
'কিবা হ'ল কিবা হবে'ভেবে উচাটন।।
"ভয় নাই,চিন্তা নাই,হ'য়োনা কাতর।
আমি আছি শঙ্কাহারী দীনবন্ধু তোর।।"
(
Social Counter
Comments